তারবিহীন নেটওয়ার্ক এর সুবিধা এবং এর প্রকারভেদসমূহ

বর্তমান সময়ে আমরা প্রায় সকলেই তারবিহীন নেটওয়ার্কের কথা শুনে এবং দেখে থাকবো। আর এই তারবিহীন নেটওয়ার্কের বড় একটি উদাহরণ হলো আমাদের হাতের মোবাইল ফোন। এই মোবাইল ফোনের মাধ্যমে আমরা যেমন ফোন কলে কথা বলতে পারি একইভাবে ইন্টারনেটও ব্যবহার করতে পারি কোনো প্রকার তার ছাড়া। আজকের এই আর্টিকেলে আমরা তারবিহীন নেটওয়ার্ক এর সুবিধা সম্পর্কে জানার চেষ্টা করবো।

 

তারবিহীন নেটওয়ার্ক কি

আমরা তারবিহীন নেটওয়ার্ক এর সুবিধা সম্পর্কে জানার পূর্বে প্রথমে জানার চেষ্টা করি তারবিহীন নেটওয়ার্ক আসলে কি। কোনো প্রকার ক্যাবল ছাড়াই যে কম্পিউটার নেটওয়ার্ক গঠিত হয় তাকেই তারবিহীন নেটওয়ার্ক বলে। তারবিহীন নেটওয়ার্ক মূলত যোগাযোগের জন্য রেডিও তরঙ্গ ব্যবহার করে থাকে। 

 

আমরা যখন Wi-Fi ব্যবহার করি তখন আমাদের ফোন বা ল্যাপটপ একটি রাউটারের সাথে সংযুক্ত থাকে। একইভাবে আপনি যখন একটি ক্যাফে, একটি হোটেল বা একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এর Wi-Fi কানেক্ট করেন তার মানে আপনি ঐ নেটওয়ার্কর সাথে সংযুক্ত হোন।

 

তারবিহীন নেটওয়ার্ক এর উদাহরণ

তারবিহীন নেটওয়ার্ক এর সাথে আমরা সকলেই কম বেশি পরিচিত। বলতে গেলে প্রায় সকলেই এটি ব্যবহার করে থাকে। চলুন এবার তাহলে দেখে নেই তারবিহীন নেটওয়ার্ক এর উদাহরণ সমূহ:

 

  • এ এম রেডিও

  • এফ এম রেডিও

  • ব্লুটুথ

  • Wi-Fi

  • স্যাটেলাইট কমিউনিকেশন 

  • মোবাইল ফোন নেটওয়ার্ক

  • ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্ক

 

তারবিহীন নেটওর্কের প্রকারভেদ

এবার চলুন তারবিহীন নেটওর্কের প্রকারভেদ সম্পর্কে জেনে নেই।

ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক (WLAN)

একটি ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক হলো একটি নির্দিষ্ট স্থানের ডিভাইসগুলোর জন্য একটি নেটওয়ার্ক। যেমন হতে পারে একটি অফিস, একটি বাড়ির জন্য তৈরিকৃত নেটওয়ার্কিং ব্যবস্থা। 

 

একটি LAN নেটওয়ার্ক ছোট বা বড়ও হতে পারে। এটার ব্যবহারকারি একজনও হতে পারে আবার দশ হাজার জনও হতে পারে। LAN সাধারণ একটি নির্দিষ্ট জায়গা বা সীমিত এলাকার জন্য সংযুক্ত করা হয়।

 

ওয়্যারলেস পারসোনাল এরিয়া নেটওয়ার্ক (WPAN)

ওয়্যারলেস পারসোনাল এরিয়া নেটওয়ার্ক নিকটবর্তী ইলেকট্রনিক ডিভাইসগুলিকে সংযুক্ত করে থাকে। একটি PAN নেটওয়ার্কের আয়তন কয়েক সেন্টিমিটার থেকে দশ মিটার পর্যন্ত হতে পারে। এর বাস্তব উদাহরণ হলো ব্লুটুথ এর মাধ্যমে যখন আমরা হেডফোন বা অন্য মোবাইলের সাথে সংযোগ করি।

 

ওয়্যারলেস মেট্রোপলিটান এরিয়া নেটওয়ার্ক (WMAN)

ওয়্যারলেস মেট্রোপলিটান এরিয়া নেটওয়ার্ক হলো এমন একটি কম্পিউটার নেটওয়ার্ক যা একটি শহর, একটি ছোট ভৌগলিক এলাকা বা একটি কলেজ ক্যাম্পাসে বিস্তৃত থাকে। মূলত LAN এবং MAN এর প্রধান প্রার্থক্য থাকে এর আকারে। 

 

LAN যেখানে একটি বিল্ডিং বা একটি নির্দিষ্ট এলাকা কভার করে সেখানে MAN একটি পুরো শহর বা কয়েক বর্গমাইল কভার করে। ক্যাবল টিভি নেটওয়ার্ক, টেলিফোন লাইন নেটওয়ার্ক হলো MAN এর উদাহরণ।

 

ওয়্যারলেস মেট্রোপলিটান এরিয়া নেটওয়ার্ক (WMAN)

ওয়্যারলেস মেট্রোপলিটান এরিয়া নেটওয়ার্ক সাধারণত অনেক বড় ভৌগলিক এলাকা নিয়ে বিস্তৃত থাকে। যেমন একটি জেলা, বিভাগ বা দেশ। ছোট ছোট নেটওয়ার্ক যেমন LAN এবং MAN ও একটি WAN এর মধ্যে থাকতে পারে। 

 

যেহেতু WAN একটি নির্দিষ্ট এলাকার জন্য তৈরি না তাই দীর্ঘ দুরত্বের নেটওয়ার্কের জন্য এটি তৈরি করা হয়ে থাকে। মোবাইল ফোনের ইন্টারনেট এর একটি উৎকৃষ্ট উদাহরণ হতে পারে। 

 

তারবিহীন সেন্সর নেটওয়ার্ক (WSN)

এটি একটি অবকাঠামোহীন ওয়্যারলেস নেটওয়ার্ক যা বিপুল সংখ্যক ওয়্যারলেস সেন্সরের মধ্যে স্থাপন করা হয়েছে। WSN হলো একটি ওয়্যারলেস অ্যাড-হক নেটওয়ার্ক যা ফিজিক্যাল এবং ইনভায়রমেন্ট পরিস্থিতি পর্যবেক্ষন করে। 

 

এই ধরনের নেটওয়ার্ক সাধারণত বিভিন্ন ধরনের থ্রেট সনাক্তকরণের জন্য ব্যবহার করা হয়।

 

তারবিহীন নেটওয়ার্ক এর সুবিধা

এবার আমরা দেখবো তারবিহীন নেটওয়ার্ক এর সুবিধাসমূহ। নিচে সুবিধাগুলি আলোচনা করা হলো:

 

  1. পার্টনার বা গ্রাহকদের সাথে দ্রুত তথ্য আদান-প্রদানের সুবিধা পাওয়া যায়। 

  2. যেহেতু চলমান অবস্থায়ও আমরা এই নেটওয়ার্কিংয়ের সাথে যুক্ত থাকতে পারি তাই অবিচ্ছিন্নভাবে এই নেটওয়ার্কে ব্যবহার করা যায়।

  3. অফিস কর্মীরা প্রয়োজনে বাসায় বসেও অফিসের জরুরী সেবা প্রদান করতে পারে। আর এই নেটওয়ার্ক উন্নতির ফলেই আজ Work from home (WFH) কাজের স্টাইল এসেছে। 

  4. ওয়্যারলেস নেটওয়ার্ক ইনস্টল করা অনেক সহজ।

  5. খুব সহজেই আমরা নতুন কোনো ডিভাইসকে ওয়্যারলেস নেটওয়ার্কে সংযুক্ত করতে পারি কেননা এখানে ক্যাবলের কোনো ঝামেলা নেই। 

  6. এই নেটওয়ার্কিংয়ে ক্যাবলের অনুপস্থিতির কারণে আমরা আমাদের ডেস্ক বা রুম সুন্দরভাবে সাজিয়ে-গুছিয়ে রাখতে পারি। 

  7. আমরা আমাদের ডিভাইসগুলিকে নেটওয়ার্কের আওতাভুক্ত যেকোনো জায়গা থেকে যখন তখন নেটওয়ার্কে সংযুক্ত করতে পারি। 

  8. খুব সহজেই নতুন কোনো ডিভাইসকে নেটওয়ার্কে সংযুক্ত করা যায়। 

  9. ওয়্যারলেস নেটওয়ার্ক তৈরি করতে খুবই সীমিত ক্যাবল বা কোনো ক্যাবলের প্রয়োজনই হয়না। তাই এর খরচও অনেক কম হয়।

 

তারবিহীন নেটওয়ার্ক এর অসুবিধা

প্রকৃতপক্ষে তারবিহীন নেটওয়ার্ক এর সুবিধার চেয়ে অসুবিধা খুবই কমই রয়েছে। তারপরও যে কয়েকটি অসুবিধা লক্ষ করা যায় তা নিচে উল্লেখ করা হলো। 

 

  1. ওয়্যারলেস নেটওয়াকিংয়ের জায়গায় সকলেই এই নেটওয়ার্কিং এর আওতাভুক্ত থাকে। এরফলে অননুমোদিত ব্যক্তি দ্বারা অ্যাক্সেস বা আক্রমণের একটি ঝুঁকি থাকে। 

  2. কিছু কিছু বিল্ডিংয়ে বা একটু বেশি দুরুত্ব থেকে এই নেটওয়ার্ক অ্যাক্সেস করা একটু কষ্টসাধ্য হয়ে যায়। অনেক সময় দূর্বল সিগন্যাল দেখা দেয়। 

  3. লক্ষ করা যায় ওয়্যারলেস নেটওয়ার্কিংয়ের স্পিড ক্যাবল নেটওয়ার্কিং এর চেয়ে ধীরগতির হয়ে থাকে।

 

তারযুক্ত ও তারবিহীন নেটওয়ার্কের মধ্যে পার্থক্য

তারযুক্ত ও তারবিহীন নেটওয়াকিংয়ের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। নিচে সেটি উল্লেখ করা হলো।

 

SL তারযুক্ত নেটওয়ার্ক তারবিহীন নেটওয়ার্ক
1
তারযুক্ত নেটওয়ার্ক অনেক দ্রুত গতির হয়ে থাকে
তারবিহীন নেটওয়ার্ক তুলনামূলক অনেক ধীরগতির হয়ে থাকে
2
এই নেটওয়ার্ক অনেকটা নিরাপদ তাই অনেকটা নির্ভরযোগ্য
এর নিরাপত্তা কিছুটা কম তাই কম নির্ভরযোগ্য
3
এর ইনস্টলেশন কিছুটা সময় সাপেক্ষ
এটি অনেক দ্রুত ইনস্টল করা যায়
4
ইনস্টলেশন এবং মেইনটেন্যান্স খরচ অনেক বেশি
ইনস্টলেশন এবং মেইনটেন্যান্স খরচ তুলনামূলক কম
5
হাব এবং সুইচ ব্যবহার করা হয় তারযুক্ত নেটওয়াকিংয়ে
তারবিহীন নেটওয়াকিংয়ের ক্ষেত্রে রাউটার ব্যবহার করা হয়

পরিশেষে

পরিশেষে বলবো বর্তমান বিশ্বে এবং ডিজিটাল বাংলাদেশের জন্য ওয়্যারলেস নেটওয়াকিং এক বৈপ্লবিপ পরিবর্তন নিয়ে এসেছে। এখন আমরা অফিস, বাসা সর্বত্র ওয়াই-ফাই ব্যবহার করে আসছি। আর এর সবই সম্ভব হয়েছে ওয়্যারলেস নেটওয়াকিং এর উন্নতির ফলে। 


আজকের এই তারবিহীন নেটওয়ার্ক এর সুবিধা আর্টিকেলে আমরা এই নেটওয়াকিং এর সুবিধার পাশাপাশি তারবিহীন নেটওয়ার্ক কি, তারবিহীন নেটওয়াকিং এর উদাহরণ, তারবিহীন নেটওয়াকিং এর প্রকারভেদ এবং তারযুক্ত ও তারবিহীন নেটওয়াকিং এর পার্থক্য দেখলাম। 


আশা করি এই আর্টিকেলটির মাধ্যমে আপনি তারবিহীন নেটওয়ার্ক সম্পর্কে জেনেছেন। আপনার কোনো মন্তব্য থাকলে বা আরো কিছু জানার থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

Leave a Comment