আপনারা হয়তো কখনো না কখনো “রিমোট জব” কথাটি শুনেছেন নিশ্চয়ই। বর্তমানে ইন্টারনেটের ব্যাপক প্রসার এবং প্রযুক্তির যথেষ্ট উন্নয়নের কারনে রিমোট জব ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে। আপনার আশেপাশেও হয়তো কিছু মানুষেকে দেখতে পারবেন যারা কি না রিমোট জব এর যুক্ত রয়েছে। তো আজকে আমরা জানতে চলেছি রিমোট জব কি, রিমোট জব কত প্রকার এবং বাংলাদেশে রিমোট জব এর পরিস্থিতি,সুবিধা-অসুবিধা সম্পর্কে। রিমোট জব এর ব্যাপারে বিস্তারিত জানতে এই আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন।
Table of Contents
Toggleরিমোট জব কি?
রিমোট জব হচ্ছে এমন একটি জব যা করার জন্য আপনাকে অফিসে যেতে হবে না। অর্থাৎ আপনার বাসা বা যেকোনো স্থান থেকেই কাজটি করতে পারবেন। এই কাজগুলো ইন্টারনেটের মাধ্যমেই সম্পন্ন করা হয়ে থাকে।
বর্তমানে তরুনদের পছন্দের তালিকায় রয়েছে এই রিমোট জব, কারন এটি তারা যেকোনো স্থান থেকে যেকোনো সময়ে করতে পারছে। রিমোট জব এর দ্বারা তরুনেরা পড়াশোনার পাশাপাশি একটা কর্মসংস্থান করতে পারছে। Covid-19 এর সময় মানুষ ঘরবন্দী হয়ে যায় সেই সময়টাতে রিমোট জব জনপ্রিয় হতে শুরু করে।
একটা সময় ছিলো যখন মানুষ ঢাকা থেকে বিভিন্ন জেলায় যেত একটা মিটিং এর জন্য। দেখা যেতো ২ঘন্টার একটা মিটিং এর জন্য যাতায়াতেই ৪-৫ ঘন্টা চলে যেতো। এই কাজগুলো এখন অনেক সহজ হয়ে গেছে অনলাইন মিটিংয়ের মাধ্যমে। মানুষ এখন ঘরে বসেই দেশ বিদেশের জরুরী মিটিংগুলি সেরে ফেলতে পারছে।
রিমোট জব এর প্রকারভেদ
রিমোট জব কি এটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তাহলে চলুন এখন জেনে নিই রিমোট জব কত ধরনের হতে পারে।
রিমোট জব অনেক ধরনেরই হতে পারে। এর মধ্যে বহুল পরিচিত কিছু ধরন হলো:-
●পার্ট টাইম রিমোট জব: এই ধরনের জব এর ক্ষেত্রে কর্মীরা নির্দিষ্ট সময় ধরে কাজ করে থাকে। এটা হতে পারে দিনের নির্দিষ্ট একটি সময় বা সপ্তাহের নির্দিষ্ট কয়েকদিন।
● ফুল টাইম রিমোট জব: এই ধরনের জবগুলোতে কর্মীরা পুরো সময় ধরে কাজ করে থাকেন। আমরা অফিস টাইম বলতে যেটা বুঝি এটা হচ্ছে সেই ক্যাটাগরি যেমন রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা।
● হাইব্রিড রিমোট জব: এই ক্ষেত্রে কর্মীরা কিছুটা সময় অফিসে এবং কিছুটা সময় রিমোট ভাবে কাজ করে থাকে।
● ফ্রিল্যান্স রিমোট জব: এই ধরনের কাজে কর্মীরা যেকোনো সময় কাজ করেন নিজের ইচ্ছে মতো এবং একাধিক ক্লায়েন্ট এর কাজ করতে পারে।
● প্রজেক্ট ভিত্তিক রিমোট জব: এক্ষেত্রে একটি নির্দিষ্ট প্রজেক্টের জন্য কাজ করতে হয়, প্রজেক্ট শেষ হলে কাজ শেষ হয়ে যায়।
রিমোট জব কোনগুলো?
চলুন জেনে নেই কোন কাজগুলো আপনার জানা থাকলে আপনিও রিমোট জব করতে পারবেন:-
ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, UI/UX ডিজাইন,গেম ডেভেলপমেন্ট,ডেটা এন্ট্রি,সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ব্লগ রাইটিং, কন্টেন্ট রাইটিং, স্ক্রিপ্ট রাইটিং, SEO, ইমেইল মার্কেটিং এসব কাজ জানা থাকলে রিমোট জব পাওয়া যায়, এছাড়াও আপওয়ার্ক এবং ফাইবারের মতো প্লাটফর্মগুলো থেকে বিভিন্ন ক্যাটাগরির রিমোট জব পেতে পারেন।
রিমোট জব কোথায় পেতে পারেন?
লিংকডিন: রিমোট জবের ক্ষেত্রে আমার মনে হয় লিংকডিন হলো একটি পারফেক্ট জায়গা। এখানে আপনার প্রোফাইলটি আপনার অভিজ্ঞতা অনুযায়ী সাজিয়ে রাখতে হবে। এরপর আপনার পছন্দের চাকুরীর বা আপনার অভিজ্ঞতার সাথে যেগুলো মিলে যাবে সেগুলির নোটিফিকেশন আপনাকে দেওয়া হবে।
এতে করে আপনি আপনার পছন্দের চাকুরীর বিজ্ঞপ্তি আপনি ঘরে বসেই পেতে পারেন। এমনকি সাথে সাথে অনলাইনে আবেদনও করতে পারেন।
ফেসবুক: বর্তমানে আমাদের প্রায় সবারই ফেইসবুক একাউন্ট রয়েছে। আপনি চাইলে ফেইসবুককে আপনার কাজ পাওয়ার মাধ্যম হিসেবে ব্যবহার করতে পারেন, এক্ষেত্রে আপনি যে কাজটি পারেন সেই রিলেটেড ফেইসবুক গ্রুপে যুক্ত হয়ে কাজের সন্ধান করতে পারেন।
এছাড়াও বিডিজবস, টুইটার, লিংকড ইন, আপওয়ার্ক, ফাইবার,ফ্রিল্যান্সার এর মতো প্লাটফর্মগুলোতে কাজ খুঁজতে পারেন।
কি কি কাজ জানা থাকলে রিমোট জব পাবেন
কি কি কাজ জানা থাকলে রিমোট জব পাবেন এবং কোথায় রিমোট জব পেতে পারেন এ সম্পর্কে আশা করি জেনে গেছেন। এসবের মধ্যে যাদের কোনো কাজ জানা আছে তারা হয়তো রিমোট জব করার কথা ভাবছেনও। জেনে নিন রিমোট জব শুরু করার আগে কি কি প্রস্তুতি নিবেন:-
রিমোট জব ইন্টারনেট নির্ভর, তাই ভালো গতির ইন্টারনেট সংযোগ এর ব্যবস্থা করতে হবে।
আপনার কাজ অনুযায়ী ভালো একটি কম্পিউটার অথবা ল্যাপটপ থাকা প্রয়োজন।
বাড়িতে একটি জায়গায় কাজের পরিবেশ তৈরি করুন যেখানে আপনি মনোযোগ সহকারে কাজ করতে পারবেন।
প্রয়োজনীয় সফটওয়্যার এবং টুলস রেডি রাখুন।
সময় ব্যবস্থাপনা করে কাজ করার মানসিকতা রাখুন, কারন রিমোট জবে আপনিই আপনাকে নিয়ন্ত্রণ করবেন।
বাংলাদেশে রিমোট জব এর বর্তমান পরিস্থিতি
বাংলাদেশকে বর্তমানে ডিজিটাল বাংলাদেশ বলা হয় এবং এখানে অনলাইন নির্ভর কাজের বাজার দিন দিন বড় হচ্ছে। বিশ্বের বেশিরভাগ মানুষই চায় যে কাজ অনলাইনে করে নেওয়া যায় তা অনলাইনেই করে ফেলতে।
বাংলাদেশে অনেক মানুষ রয়েছে যারা আপওয়ার্ক,ফাইবারের মাধ্যমে কাজ করছে, অনেকে আবার দেশ অথবা দেশের বাহিরের কোনো প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়ে রিমোট জব করছে। বাংলাদেশেও বর্তমানে বিভিন্ন খাতে রিমোট জবের সুযোগ বেড়েছে।
২০২০ সালে Covid-19 চলাকালীন সময়ে সারা বিশ্বের অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। সবাই ঘরবন্দি থাকায় বাসা থেকেই বিভিন্ন কাজ করতে থাকে, যার কারনে অনলাইনে কাজ করার ব্যপারটাতে অনেকে অভ্যস্ত হয়ে গিয়েছিল।
তখন থেকেই রিমোট জব খুব জনপ্রিয় হতে থাকে। বর্তমানে রিমোট জব বাংলাদেশে এবং সারা বিশ্বেই জনপ্রিয়। আপনি যদি ভালো ইংরেজি পারেন তাহলে বাহিরের দেশের কাজগুলোও রিমোটলি করতে পারবেন।
রিমোট জব এর সুবিধাসমূহ
বর্তমান তথ্য প্রযুক্তির যুগে রিমোট জবের প্রচুর সুযোগ সুবিধা রয়েছে। আর এসব সুযোগ সুবিধার কারণে এটি এত বেশি জনপ্রিয়। চলুন আমরা রিমোট জবের সুবিধাগুলো সম্পর্কে জেনে নেই এতে রিমোট জব কি এই সম্পর্কে আরো ভালোভাবে বুঝতে পারবো।
রিমোট জব এর অনেক ভালো একটি সুবিধা হলো সময়ের সাশ্রয়। রিমোট জব যেহেতু বাসায় বসেই করা হয়ে থাকে তাই বাহিরে যাতায়াত করার প্রয়োজন পড়ে না ফলে আপনার অনেকটা সময় বেঁচে যেতে পারে।
রিমোট জব এর ক্ষেত্রে কাজের পরিবেশ নিয়ে আপনার একেবারেই ভাবতে হবে না, কারন আপনি আপনার বাসার যেকোনো পছন্দের স্থানে বসেই কাজ করতে পারবেন।
রিমোট জব করলে আপনি কাজের পাশাপাশি পারিবারিক এবং ব্যক্তিগত জীবনে ভারসাম্য বজায় রেখে চলতে পারবেন খুব সহজেই।
রিমোট জব করার ক্ষেত্রে আপনার অফিসে যেতে হচ্ছে না ফলে যাতায়াত খরচ নেই, যা আর্থিক দিক থেকে সুবিধাজনক।
নিজস্ব ভালো পরিবেশে কাজ করায় মন মানসিকতা ভালো থাকে তাই কাজে অধিক মনোযোগ দেওয়া যায়।
রিমোট জব এর অসুবিধা
রিমোট জবে সহকর্মীদের সঙ্গে মেলামেশার সুযোগ কম অথবা সুযোগ থাকে না, তাই অনেকেই একাকিত্ব অনুভব করতে পারেন।
কখনো ইন্টারনেট অথবা টেকনিক্যাল সমস্যার কারনে কাজে বিপর্যয় ঘটতে পারে।
নির্দিষ্ট কর্মক্ষেত্র নেই তাই অনেকেই স্ব-প্রণোদিত হয়ে কাজ করতে আলসেমি করে ফলে অনেক কাজ জমে যেতে পারে।
পরিশেষে
পরিশেষে বলা যায় রিমোট জব বাংলাদেশের তরুণদের জন্য এক সম্ভবনার নাম। এখানে লাখো তরুণ-তরুণী দেখা যায় পড়াশোন শেষ করে চাকুরীর আশায় বসে থাকে। অফিসের দ্বারে দ্বারে ঘুরে বেড়ায় একটা চাকুরীর জন্য।
তারা একটু চেষ্টা করলেই এসব রিমোট জবের মাধ্যমে যেমন দেশের অফিসে কাজ করতে পারবে সেইসাথে বিদেশের প্রতিষ্ঠান বা আপওয়ার্ক এর মত ওয়েবসাইটেও কাজ করে বৈদশিক মুদ্রা অর্জন করতে পারবে।
আশা করি এই আর্টিকেলটি থেকে রিমোট জব কি এই সম্পর্কে ধারনা পেয়েছেন। এই আর্টিকেল সম্পর্কে আপনার মূল্যবান মতামত দিতে পারেন অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যেকোনো প্রয়োজনে।