হ্যালির ধুমকেতু এটি আমরা নিজের চোখে না দেখলেও নামটা নিশ্চয় শুনে থাকবো। হ্যালির ধুমকেতু আমাদের সবার জন্যই রহস্যময় একটি বস্তুর নাম। হয়তো আমরা অনেকের মনেই আশা আছে যে একটিবার যদি নিজের চোখে দেখতে পারতাম। আজ আমরা হ্যালির ধূমকেতু সম্পর্কে জানার চেষ্টা করবো এছাড়াও জানবো যে হ্যালির ধূমকেতু কবে দেখা যাবে।

নিশ্চিতভাবেই হ্যালির ধূমকেতু সৌরজগতের সবচেয়ে বিখ্যাত ধূমকেতু। এই ধূমকেতুটি অফিসিয়ালি 1P/Halley নামে পরিচিত। ইংরেজ জ্যোতিবিজ্ঞানি এডমন্ড হ্যালির নামে এটি নামকরণ করা হয়েছে। 

 

আকাশে এর উপস্থিতি প্রাচিনকাল থেকেই লক্ষ করা গেছে। এছাড়া প্রাচিন অনেক সংস্কৃতিতে একে শুভ বা খারাপ লক্ষণ হিসেবেও বিবেচিত করা হতো।[1]

 

হ্যালির ধূমকেতু কে আবিষ্কার করেন

হ্যালির ধূমকেতুটি জ্যোতিবিজ্ঞানি এডমন্ড হ্যালি আবিষ্কার করেন। তিনি ১৫৩১, ১৬০৭ এবং ১৬৮২ সালের এই তিনটি রিপোর্ট নিয়ে পরীক্ষা করেছিলেন। পরবর্তীতে তিনি মন্তব্য করেন যে এই তিনটি ধূমকেতু আসলে একই ধূমকেতু। তিনিও এটিও ভবিষৎদ্বাণী করেন যে হ্যালির ধূমকেতু কবে দেখা যাবে তার মতে এটি ১৭৫৮ সালে আবার ফিরে আসবে। 

 

হ্যালির গণনা থেকে দেখা যায় যে, কিছু ধূমকেতু সূর্যকে প্রদক্ষিণ করে। তবে দুঃখের ব্যাপার হলো ধূমকেতুটির ভবিষৎদ্বাণী দেখা পর্যন্ত তিনি বেচেঁ ছিলেন না। তবে ধূমকেতুটি তারই নাম অনুসারেই দেওয়া হয়েছিলো।

 

হ্যালির ধূমকেতু সর্বশেষ কবে দেখা যায়

বিজ্ঞানীরা শেষ পর্যন্ত ধূমকেতুটিকে কাছ থেকে দেখেছিলেন ১৯৮৬ সালে। ধূমকেতুটি পরিদর্শনের সময় এর আশেপাশে বেশ কয়েকটি মহাকাশযান পাঠানো হয়েছিলো এর গঠনের নমুনা দেখার জন্য। উচ্চ-শক্তিসম্পন্ন টেলিস্কোপ দিয়ে ধূমকেতুটিকে পৃথিবীর দ্বারা দুলতে দেখা যায়। 

 

যদিও ধূমকেতুটি আর কয়েক দশকের মধ্যে ফিরে আসবেনা, এরফলে এর উপর স্ট্যাডিও করা যাবেনা। কিন্তু বিজ্ঞানীরা ধূমকেতুটির অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন, এটির কোনো ছোট কোনো অংশ বিশেষের জন্য। 

 

এর একটি উল্লেখযোগ্য উদাহরণ ছিলো Rosetta probe, এটি 67P/Churyumov-Gerasimenko 2014 থেকে 2016 এর মধ্যে দেখা গিয়েছিলো। এখান থেকে একটি বিষয় লক্ষ করা যায় যে এই ধূমকেতুতে পৃথিবীর জলের চেয়ে ভিন্ন ধরনের জল রয়েছে। 

 

হ্যালির ধূমকেতু কবে দেখা যাবে

আমাদের সবার মনের মধ্যেই একটি প্রশ্ন আর সেটি হলো হ্যালির ধূমকেতু কবে দেখা যাবে। হ্যালির ধূমকেতু প্রতি ৭৫ বছর পর পর পৃথিবীতে ফিরে আসে। আর শেষবার পৃথিবী থেকে হ্যালির ধূমকেতুটি দেখা যায় ১৯৮৬সালে। তাই ধারণা করা হচ্ছে যে এটি ২০৬১ সালে পৃথিবীতে পুনরায় ফিরে আসবে। [2]

 

হ্যালির ধূমকেতুর উৎপত্তি এবং কক্ষপথ

হ্যালির ধূমকেতুর উৎপত্তি kuiper belt থেকে বলে মনে করা হয়। এরমধ্যে কিছু বরফের শিলা রয়েছে যা মূলত ৪.৬ বিলিয়ন বছর আগে সৌরজগতের গঠনের অবশিষ্ট পদার্থ। 

 

হ্যালির ধূমকেতুকে একটি পর্যায়ক্রমিক বা সল্প-কালের ধূমকেতুর অধীনে শ্রেণীবদ্ধ করা হয়। এই কক্ষপথটি ২০বছর বা তারও কম সময় স্থায়ী হয়। এটি দীর্ঘ-কালের ধূমকেতুর সম্পূর্ণ বিপরীত যার কক্ষপথ হাজার হাজার বছর ধরে চলে এবং এটি Oort cloud থেকে উৎপন্ন হয়।

 

সূর্যের চারপাশে হ্যালির ধূমকেতুর কক্ষপথ উপবৃত্তাকার এবং বিপরীতমুখী। এর অর্থ হলো এটি সূর্যের চারপাশে গ্রহের বিপরীত দিকে প্রদক্ষিণ করে। আর এই বিপরীতমুখি কক্ষপথের কারণে, এর বেগ পৃথিবী অপেক্ষা অনেক বেশি।

 

ধূমকেতু দেখতে কেমন

আমরা যারা ধূমকেতু দেখি নাই তাদের সবারই মনে হয় এটি দেখতে কেমন।  ধূমকেতু হলো এমন একটি মহাজাগতিক বস্তু যা ধুলো, বরফ ও গ্যাসের তৈরি। এটি একটি ক্ষুদ্র বরফাকৃত সৌরজাগতিক বস্তু যা সূর্যের নিকট দিয়ে পরিভ্রমণের সময় এর ক্ষণস্থায়ী বায়ুমন্ডল বা কখনো কখনো লেজও প্রদর্শন করে। 

 

ধূমকেতুর নিউক্লিয়াস বরফ, ধূলা ও ক্ষুদ্র পাথরের কণার দ্বারা গঠিত। প্রস্থে এটি কয়েকশ মিটার থেকে দশ কিলোমিটার এবং এর লেজ এর দৈর্ঘ্যে কয়েকশ কেটি কিলোমিটার পর্যন্ত হতে পারে। 

 

হ্যালির ধূমকেতুকে কেন্দ্র করে কিছু কুসংস্কার

এটি বিশ্বাস করা হয় যে ব্যাবিলনীয় লেখকরা হ্যালির ধূমকেতুর চেহারা রেকর্ড করেছিলেন। এটি ১৬৪ এং ৮৭ খ্রিস্টপূর্বাদ্বে ফিরে আসে। তবে এর সবচেয়ে বিখ্যাত চেহারা ছিলো ১০৬৬ সালে William the Conqueror এর ইংল্যান্ড আক্রমণের আগে। 

 

যেখানে ইংল্যান্ডের রাজা হ্যারল্ড ধূমকেতুটিকে একটি অশুভ লক্ষণ হিসেবে দেখেছিলেন। উইলিয়াম এবং তার বাহিনী এটিকে তাদের আসন্ন বিজয়ের চিহ্ন হিসেবে ব্যাখ্যা করেছিলেন। 

 

মধ্যযুগ জুড়ে, রাতের আকাশে ধূমকেতুর আবির্ভাবকে খারাপ সংবাদের বার্তা হিসেবে দেখা যেত। যা দ্বারা ইঙ্গিত করা হতো যে রাজকীয় অবস্থানের কেউ মারা গেছে এবং সামনে অন্ধকার দিন রয়েছে। 


এখনোও অনেকে আছেন যারা হ্যালির ধূমকেতুকে doom and gloom দৃষ্টিভঙ্গি ধরে রেখেছেন। এবং বিশ্বাস করেন যে এটি যেকোন সময় পৃথিবীতে আঘাত হানবে, যেমনটা আঘাত এসে ডাইনোসর বিলুপ্ত হয়েছিলো।

 

পরিশেষে

আশা করি আপনি হ্যালির ধূমকেত কি, এর গঠন এবং হ্যালির ধূমকেতু কবে দেখা যাবে এ সম্পর্কে বিস্তারিত জানতে পারছেন। এই ধূমকেতুর জন্য হয়তো কেউ হয়তো খারাপ সময়ের প্রস্তুতি নিচ্ছে কারণ তাদের ধারণা আবার ধূমকেতুটি পাশ কাটিয়ে যাবার সময় পৃথিবীকে ক্ষতিগ্রস্থ করবে। 

 

আবার অনেকেই একটিবার নিজের চোখে দেখার জন্য অপেক্ষায় রয়েছে। যদিও সেই সময় অনেক দূরে এবং তারা ততদিন পর্যন্ত বেচেঁ থাকবেন কিনা। 

 

আশা করি আপনারা এই আর্টিকেলের মাধ্যমে হ্যালির ধূমকেতু সম্পর্কে জানতে পেরেছেন। এই আর্টিকেল সম্পর্কে আপনার মূল্যবান মতামত দিতে পারেন। অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যেকোন প্রয়োজনে।

 

রেফারেন্স

 

  1. Williams, Matt. “What is Halley’s Comet?” Phys.org, 15 June 2015, https://phys.org/news/2015-06-halley-comet.html. Accessed 26 July 2024.

  2. “Halley’s Comet – Origin, Orbit, Structure, Composition, Video, and FAQs.” BYJU’S, https://byjus.com/physics/halleys-comet/. Accessed 26 July 2024.